Friday, March 14, 2008

What makes a man a man?

০২ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৪৬

একদা এক বন্ধু বিস্ময় প্রকাশ করে বলেছিলো:
কী মানুষকে মানুষে পরিণত করে? উৎস?
নাকি জীবনে আগমনের পথ মানুষকে দেয় মনুষ্যত্বের সংজ্ঞা?

আমি মনে করি সেই কী হচ্ছে,
জীবনে নেয়া সিদ্ধান্তগুলো-
সে কীভাবে কাজ শুরু করলো তা নয়,
বরং কীভাবে কাজগুলো শেষ করবে
সেই সিদ্ধান্তই তাকে শ্রেষ্ঠত্বে পৌঁছায়।

No comments: