Thursday, March 13, 2008

সময়

৩১ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১৭

সময়
আমার একটি ছোট্ট কবিতার নাম।

সময়
আমার ভালোবাসার নাম
যার তরে পৃথিবীকে তুচ্ছ করে আমার জ্ঞান।

সময়
এক আলেয়ার নাম
যার তরে মানুষ হেয় করে তাদের প্রাণ।

সময়
আমার ধ্বংসের নাম।

No comments: