Thursday, March 13, 2008

নারী, আমি ভুলে যাই...

২৪ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:৪১

নির্বোধ বোধ আমার আমি পুরুষ-
ঈশ্বরের কাছাকাছি।
নারী প্রভুত্ব আমার মজ্জাগত।
তুমি দুর্বল,
পদতলে আমার স্বর্গসুখ তোমার;
তুমি উর্বর আমার কর্ষণে,
আমার গমন তোমার অভ্যন্তরে
জীবন তোমার সার্থক করে।
নারী তুমি আমায় আলো দেখিয়েছো পৃথিবীর,
তোমার গর্ভের নিরাপদ আশ্রয়ে কেটেছে আমার ভ্রুণদশা,
তোমার স্তনের সুধা আমার শৈশবের একমাত্র জীবীকা।
তোমার স্নেহের ছোঁয়া আমার মূলধন
এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার।
কিন্তু হায়! বারে বারে, যুগে যুগে আমি ভুলে যাই
তোমার মাতৃত্বের অবদান।

অবোধ পুরুষ আমি
মুদ্রার অপিঠটাকে দেখিনা
দেখতে গেলেও যুগযুগান্তরের বিশ্বাসের শিকড়টাকে
উপড়ে ফেলতে পারিনা...

নারী আমি পুরুষ-তোমাকে বোঝার বোধহীন এক নির্বোধ।।

No comments: