Monday, December 8, 2008

অফুরন্ত অবসরে - ১

নাহ্‌ এরকম অবসর আর আসেনি-
একঘেয়েমি নেই, বিরক্তিও নেই
যেন বহুদূর পাড়ি দিয়ে ঘরে ফেরা।
পরিবর্তনের হাওয়া সকল আঙ্গিকে
কমলা রঙ পড়তেও মন্দ লাগে না!
শুটকী ঝটপট খেয়ে ফেলি ইদাণীং।
আর
বেশ লাগে হিমেল বাতাসের স্পর্শ-
ঘন আবরণের মেলায় যেটুকুন পাই!

Wednesday, December 3, 2008

(শিরোনামহীন)

ভুলে যাওয়ার রেশটুকু রেখে ভুলেই গেছি
মুহূর্ত আগের সহজাত বিহীন ব্যাকুলতা-
ব্যথা জাগায়, ক্ষণে ক্ষণে নষ্টালজিক সুঁচ
মনের কোণে জমে থাকা অর্থহীন আবেগ!

শৈশব ফিরে এসেছে সাতাশের গ্রীষ্মদাহে
হিমশীতল বাতাস আর সূর্যের বরফকিরণে...