Thursday, March 13, 2008

শুধু, ইচ্ছে হলো তাই

২০ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৪

১.

ইচ্ছে হলো তাই
দিন হোক আর রাতই হোক
আর কিছু খুঁজে না পাই!
শুধু, ইচ্ছে হলো তাই।

২.

ইচ্ছে হলো তাই
কবিতা হোক আর গানই হোক
সব কিছুই তোমার হোক
আমার নেই কোনো শোক-
যদি তোমার দেখা পাই
শুধু, ইচ্ছে হলো তাই।

৩.
শুধু, ইচ্ছে হলো তাই!

No comments: