Wednesday, March 12, 2008

হোস্টেল- ২

১৭ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৩

হয়ে যাচ্ছে বিচ্ছেদ
ছিঁড়ে যাচ্ছে এ বাঁধন
মনে পড়ে যায় লিখেছিলাম
হোস্টেলে একসাথে ক'জন।
এবার সময় এসেছে
ক্ষমা চাওয়া আর পাওয়ার
ক্ষমা স্বর্গীয়। কিন্তু
মানুষের স্বভাবই তো ভুল করার!

তবুও কষ্ট দিয়ে যে কষ্ট
পেয়েছে অন্তর
সে কষ্ট তো থেকে যাবেজন্ম - জন্মান্তর।

(৩০ ১১ ২০০১ ডায়েরীর পাতা হতে)

No comments: