Friday, July 28, 2006

অমরত্ব তাচ্ছিল্য করেছি

শুধু মৃত্যুর জন্য এই জন্ম,
শুধু মৃত্যুর জন্য কিছু খেলা,
শুধু মৃত্যুর জন্য একা হিম সন্ধেবেলা
ভুবন পেরিয়ে আসা।
শুধু মৃত্যুর জন্য অপলক মুখশ্রীর শান্তি একঝলক।
শুধু মৃত্যুর জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত।
শুধু মৃত্যুর জন্য, আরো বেঁচে থাকতে লোভ হয়-
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা।

শুধু মৃত্যুর জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।।



[বাণী বসুর একুশে পা উপন্যাসে -শুধু কবিতার জন্য এই জন্ম - দিয়ে শুরু একটা কবিতা পড়েছিলাম। তখনই ঐ কবিতার অনুকরণে আমি এই কয়েকলাইন লিখি। কিছু অংশ বাদও দিয়েছি। কবিতাটা ছিলো সুনীল গঙ্গোপাধ্যায়ের। এই কবিতায় আমি কবিতাকে মৃত্য হিসেবেই পেয়েছি।]