Wednesday, March 12, 2008

হঠাৎ - ১

২৮ শে জুলাই, ২০০৬ বিকাল ৫:৩৩

হঠাৎ করেই কতোকিছু-
হঠাৎ করেই মন খারাপ করে
হঠাৎ করেই ভালো লাগে
ভালোবাসি হঠাৎ করেই
হঠাৎ আছে বলেই এই বেঁচে থাকা
আবার হঠাৎ করেই মৃত্যু।

No comments: