১০ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৫৮
১.
দুঃখের মাঝেও আমার সুখ
তাই দেখি প্রতিদিন তার মুখ।
দুঃখ আমায় পারে না করতে বশ
সেই সুখেই আমার যতো যশ!
২.
দুঃখকে খুঁজে পেয়েছি আজ
আমার হাসির ভিতর
দুঃখের ছলছাতুরি তাই
বুঝে গেছে অন্তর।
৩.
দুঃখের নাম পরশ পাথর।
আমি তাই বড্ড কাতর।–
সুখ নয়, দুঃখের জন্য-
পাগল নয়, হবো বন্য।-
Friday, March 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment