Wednesday, March 12, 2008

বিক্ষিপ্ত ভাবনা

০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৫৫

অনেকের মাঝে একজন
অতি সাধারণ
ঘুণপোকা
শত কোলাহল
ব্যস্ত পৃথিবী
এই আমি একা
আকাশ ছুঁয়েছে যে সমুদ্র
শত শত পাখি
সাগরের ঢেউ গুনি
ভিজে যায় পা
হৃদয়ে কাতরতা
ভাঙনের বীজ বুনি...

No comments: