Monday, September 29, 2008

অন্য কাব্য

তবুও মৃত্যু
হয়তো বিস্তর ক্লান্তি
এক সন্ধ্যায় বিনীত স্বীকারোক্তি

রক্তকেতন উড়ে
আগুনের ঝাপসা কুয়াশায়
আঁধার তাকায় খ্যাপা চোখে
মাটির সোঁদা গন্ধে মেতে থাকায়

হয়তো অন্ধযুগ
অথবা নিস্তব্ধতা!
লৌহময়তা, নতুবা
জ্বলন্ত আগ্নেয়গিরি-
একই নোঙরে বাঁধা
ক্ষয়ে যাওয়া বুকের মধ্যভাগে...

পরিনাম
পরিণতি লেখা অন্য কাব্যে।।

Monday, September 15, 2008

জীবনে এ কেমন লুটপাট!

ইচ্ছেদের পূর্ণতার পরম আশ্বাসে
ভালোবেসে ফেলি কেন প্রাণভরে!

ভাবনায় শুধুই এক অবয়ব
হৃদয়ে কামনার তোলপাড়-
অনন্যোজ্জ্বল আলোয় আহত
চিত্তে অনবদ্য দুঃখালোড়ন-

জীবনে চলছে চরম লুটপাট!

এ কেমন প্রেমের মায়াজাল!

কে অনুযোগের দীর্ঘ সারি ভাঙে?
কার বাসনা করে আমাতে লালন?

মুহূর্তগুলো উপলব্ধির কারাগারে
নিঃশ্বাসে সমুদ্র শৃংঙ্খলার জোয়ার-
বৃষ্টিভেজা মৃদু বাতাসে কার সুবাসে
আবেশিত এক অলীক মাদকতা-

নেই, কেউ নেই এ বুকের ভিতরে
তবুও কেনো শূন্যতা নেই অন্তরে?

ভালোবেসেছি সে কোন্‌ অচেনারে!!

Thursday, September 4, 2008

আবির্ভাবের ২৬ বছরে...

অনুভূতি জুড়ে শৃংঙ্খলার ভীষণ আক্রোশ
ভুলে সকল মায়া
পিছুটানবিহীন নির্জন পথে অচেনা আমি
হৃদয়কূলে নেই প্রগাঢ় কোনো পদচ্ছাপ
মনোনদী জোয়ার ভাটায় মুছে গেছে সব

অসম্ভবের ছবি
হন্যে হয়ে খুঁজে মরি
যে আমাকে রেখে এসেছি
সব ভুলে উদাসীন আপন মুহূর্তে
পাই শুধু হারানো স্মৃতির অস্পষ্ট আদল...

পথের বোনা দুঃখ
বিবাগী কিছু ব্যথা হয়ে শেষ সীমানায়
কেন কাঁদায়, একলা ভাবনার আড়ালে
যখন সূর্য রক্তিম হয় প্রখরতা ভুলে
ধূসর হলুদ বর্ণের চাঁদ মুচকি হাসে
আপন অঙ্গনে ভেসে ওঠা নব্যরূপে
কচি সবুজ পাতার পেছনের শুদ্ধ আলো
আর
আগুনঝরা সূর্যের পেছনের শীতলতায়।।

সেপ্টেম্বর ৩, ২০০৮ @ ২৩:৫৫