১২ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:২৮
কাছে যাওয়া বড্ড বেশি হবে
এই খানেই দাঁড়িয়ে থাকা ভালো
তোমার ঘরে থমকে আছে দুপুর
বারান্দাতে বিকেল পড়ে এলো
শুনি আপন বুকের দুরুদুরু
সেখানে এক মত্ত আগন্তুক
রক্ত কণায় তুলেছে তোলপাড়
সেই খানেতেই সুখ আমার সুখ
আলিঙ্গনের প্রকান্ড এক বনে
ঠোঁটে তোমার দীপ্ত কমন্ডলু
উপচে পড়ে বিদু্যতে চুম্বনে...
***** অজানার সাথে আমি। কবিতাটা কার জানি না।
Friday, March 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment