১০ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:০৩
আমি তো চেয়েছি শুধু জানিতে-
কী আছে তোমার অন্তরখানিতে।
সেথায় আছে কি কোন কথা?
নাকি সম্বল শুধুই ব্যথা?
সে ব্যথা কি কেবলই তোমার!
নেই কি কিছু দাবি আমার?
পারিবে না তুমি কখনো জানিতে-
কী আছে আমার হৃদয়খানিতে।
জমিয়া আছে যে কতো-শত-কথা!
তাহাদের মাঝে সুপ্ত কিছু ব্যথা-
সে ব্যথার দখল একান্তই আমার
জ্বলিয়া উঠিবে সর্বস্ব নিয়ে তোমার।
Friday, March 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment