Friday, March 14, 2008

৩ সেপ্টেম্বর

০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:০৪

এক দুই তিন
৩-এ আমার জন্মদিন
প্রশ্ন আমার তাই একটাই-
আর আছি কতোদিন?

চার পাঁচ ছয়
৬-তো নিছক নয়
ছয় ঋতু মিলেই তো
একটা বছর হয়।

সাত আট নয়
৯-তো কোন ভয়
আসুক যতো বাধাবিপত্তি
করবো সবই জয়।

বাকী রইলো শূন্য
০-তে সব অবিচ্ছিন্ন
শূন্য হতে শুরু সব
হবে আবার শূন্য।।

No comments: