১৩ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৮
সারা দেশ ও বিদেশ জুড়ে
পশু-পাখি ও মানুষের অনেক স্বর বলে উঠে-
"আমাদের হৃদয়ের কোনো সমস্যা নেই।
দর্শন, বিজ্ঞান, প্রেম-ভালোবাসা নেই।
শুধু খিদে পায়-
বড্ড খিদে পায়।"
কবে যে কথাগুলো মোবাইল ফোনখানাতে সেভ করেছিলাম ভুলে গেছি। আজ আবার হঠাৎ চোখে পড়লো। ভাবছি এতোদিন পরেও ভাবনার কোন পরিবর্তন হলো না! আজও বলতে হচ্ছে- বড্ড খিদে পায়।।।
এ খিদের শেষ কোথায়... ...
Friday, March 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment