Wednesday, March 12, 2008

কে আমি?

০৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩১

মদের গেলাস হাতে
মধ্যরাতে
এলোমেলো
অগোছালো
এক মাতাল আমি
ঘর আছে ঠিকানা নেই
ঠিকানা আছে আমি নেই
কোন অতলে হারিয়ে যাচ্ছি...

জানি না।।

No comments: