Wednesday, March 12, 2008

সেই ফুল

৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:৫৪

ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি।
সেই প্রতিশ্রুতি রাখা হয়নি আজও;
সাক্ষী আমার সেই ফুল।

সাত রঙের মিশ্রণ যে সাদা,
সেই শুভ্রতার ছোঁয়া আজও
ধোঁয়া হতে মুক্ত করতে পারেনি,
সেই পবিত্রতা আজও আমায় স্পর্শ করেনি।

প্রতিশ্রুতি কেন যে দেয়া হয়!
সন্ধ্যার সি্নগ্ধতায় হয়তো আজও
সেই প্রতিশ্রুতি দেবো আবার-
আমি পবিত্র হবো, ভালোবাসবো।

কিন্তু...
রাত্রির নীরবতায় একাকী তার পাশে
একখানা ধোঁয়ার উৎস নিয়ে হাতে
ভাববো...
সেই প্রতিশ্রুতি রাখা হলো না আজও!

ভালোবাসা এখনো কতো দূরে...
সাক্ষী শুধু আমার সেই ফুল।।

No comments: