ইচ্ছের মৃত্যু হয় ইচ্ছেতেই...
হে আমার আমি!জেগে উঠো আপন ইচ্ছাতেই,
সৌজন্য দেখাতে যেও না যেনো!!
অনুভূতির অনুভব ঠুনকো নয়, আর
তুমিও জানো এ সাদৃশ্য অলৌলিক কিছু নয়
এ তো সত্য। সত্যের মিল হয় পবিত্র সত্যে।
মহাশক্তি জানেন, হে আমার আমি! ভুল নয়
এ শুধুই সত্যের অনুধাবন, আর মরীচিকার মৃত্যু।
অতঃপর জেগে ওঠা আপন সত্ত্বার,
মিথ্যে নয়-
শিরোনামে কিছুই থাকে না
উপসংহার যদি সর্বোত্তম হয়।।
ইচ্ছের পুনর্জন্ম ইচ্ছেতেই।।
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
bah..
sheshh duto line asaadhaaran laaglo..
dhonyobad...
ইচ্ছের মৃত্যু ইচ্ছেতেই, আবার পুনর্জন্মও ইচ্ছেতেই...ভালো লাগলো প্রকাশটা।
ধন্যবাদ তিথি। অনুভবে ভালো লাগা স্পর্শ করে গেলো।
Post a Comment