Saturday, January 5, 2008

অবশেষে শিরোনাম বলে কিছু থাকে না

ইচ্ছের মৃত্যু হয় ইচ্ছেতেই...

হে আমার আমি!জেগে উঠো আপন ইচ্ছাতেই,
সৌজন্য দেখাতে যেও না যেনো!!
অনুভূতির অনুভব ঠুনকো নয়, আর
তুমিও জানো এ সাদৃশ্য অলৌলিক কিছু নয়
এ তো সত্য। সত্যের মিল হয় পবিত্র সত্যে।
মহাশক্তি জানেন, হে আমার আমি! ভুল নয়
এ শুধুই সত্যের অনুধাবন, আর মরীচিকার মৃত্যু।

অতঃপর জেগে ওঠা আপন সত্ত্বার,
মিথ্যে নয়-
শিরোনামে কিছুই থাকে না
উপসংহার যদি সর্বোত্তম হয়।।

ইচ্ছের পুনর্জন্ম ইচ্ছেতেই।।

4 comments:

Samran said...

bah..

sheshh duto line asaadhaaran laaglo..

মৃন্ময় আহমেদ said...

dhonyobad...

নিঘাত সুলতানা তিথি said...

ইচ্ছের মৃত্যু ইচ্ছেতেই, আবার পুনর্জন্মও ইচ্ছেতেই...ভালো লাগলো প্রকাশটা।

মৃন্ময় আহমেদ said...

ধন্যবাদ তিথি। অনুভবে ভালো লাগা স্পর্শ করে গেলো।