Thursday, January 17, 2008

আবারো গোধূলি বেলায়..

হঠাৎ করে এক রাশ ভালোলাগা আমায় ছুঁয়ে গেলো-
ভালোলাগার নিবিড় করে আলস্য তাড়ানো আলিঙ্গন
মুগ্ধতা কোষ হতে কোষান্তরে...

ডুবন্ত সূর্যের আলোর সৌন্দর্যের ছাঁট লাগলো বুঝি,
পুবপশ্চিমে জন্ম-মৃত্যু, পুনর্জনম-পুনর্মরণে নিই দীক্ষা
ক্ষণে ক্ষণে মৃত্যুতে ক্ষণিকেই জন্মলাভ করা।

পাগল মন,
ধন্য বুঝি একাকী জীবন!
হাহ্‌
মন আমার রোদে পুড়ুক কিংবা করুক জোছনায় স্নান
বলে অম্লান, ভালোলাগা মন্দলাগায় চাই নির্জন নির্বাসন।।

No comments: