তবুও মৃত্যু
হয়তো বিস্তর ক্লান্তি
এক সন্ধ্যায় বিনীত স্বীকারোক্তি
রক্তকেতন উড়ে
আগুনের ঝাপসা কুয়াশায়
আঁধার তাকায় খ্যাপা চোখে
মাটির সোঁদা গন্ধে মেতে থাকায়
হয়তো অন্ধযুগ
অথবা নিস্তব্ধতা!
লৌহময়তা, নতুবা
জ্বলন্ত আগ্নেয়গিরি-
একই নোঙরে বাঁধা
ক্ষয়ে যাওয়া বুকের মধ্যভাগে...
পরিনাম
পরিণতি লেখা অন্য কাব্যে।।
Monday, September 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
খুবই ভাল লাগল কবিতাটি !
ধন্যবাদ দিতে দেরী করে ফেললাম।
Post a Comment