Monday, September 29, 2008

অন্য কাব্য

তবুও মৃত্যু
হয়তো বিস্তর ক্লান্তি
এক সন্ধ্যায় বিনীত স্বীকারোক্তি

রক্তকেতন উড়ে
আগুনের ঝাপসা কুয়াশায়
আঁধার তাকায় খ্যাপা চোখে
মাটির সোঁদা গন্ধে মেতে থাকায়

হয়তো অন্ধযুগ
অথবা নিস্তব্ধতা!
লৌহময়তা, নতুবা
জ্বলন্ত আগ্নেয়গিরি-
একই নোঙরে বাঁধা
ক্ষয়ে যাওয়া বুকের মধ্যভাগে...

পরিনাম
পরিণতি লেখা অন্য কাব্যে।।

2 comments:

toxoid_toxaemia said...

খুবই ভাল লাগল কবিতাটি !

মৃন্ময় আহমেদ said...

ধন্যবাদ দিতে দেরী করে ফেললাম।