Thursday, October 2, 2008

বোরড্‌ এন্ড বোরিং

চরম বিরক্তিকে ধর্ষণযোগ্য শব্দ তল্লাটে নেই
উল্টো, আস্ত-আমাকে ছোঁবল কাটে এক শব্দ
বিরক্তি, হ্যাঁ সে নিজেই এ শিরোনামে বর্তমান
হাহ্‌! জীবন...

পাগল-পারা মানুষদের চলচ্চিত্র দেয় শৃংঙ্খলা
ভিনভাষী ভিনদেশী আইরনী জ্বালা দিয়ে যায়
অথচ, আপনভাষার রিল্‌ হয় বিরক্তি সহযোগী
তাই? অদ্ভুত...

রুমের বোকা-বাক্স নাম সার্থকতা বজায় রাখে
আমি? হই নিছক বিপরীতার্থ শব্দে পর্যবসিত;
রক্‌স্‌ এন্ড বেইজের মূল্যবোধ আঁকড়ে ধরেছি
হেয় মানুষ!!!!

3 comments:

toxoid_toxaemia said...

শেষের প্যারাটা এখনো মাথায় ঢোকেনি, বোঝার চেষ্টা করছি।

যাযাবর said...

টক্সের কমেন্ট পড়ে হাসতেছি। ও তো কিছু হইলেও বুঝলো, আমি কিছুই বুঝিনাই। তবে আপনার কবিতা পড়তে আমার ভাল লাগে, না বুঝেও!! ;)

মৃন্ময় আহমেদ said...

তাই বুঝি!!!