Monday, September 15, 2008

জীবনে এ কেমন লুটপাট!

ইচ্ছেদের পূর্ণতার পরম আশ্বাসে
ভালোবেসে ফেলি কেন প্রাণভরে!

ভাবনায় শুধুই এক অবয়ব
হৃদয়ে কামনার তোলপাড়-
অনন্যোজ্জ্বল আলোয় আহত
চিত্তে অনবদ্য দুঃখালোড়ন-

জীবনে চলছে চরম লুটপাট!

এ কেমন প্রেমের মায়াজাল!

কে অনুযোগের দীর্ঘ সারি ভাঙে?
কার বাসনা করে আমাতে লালন?

মুহূর্তগুলো উপলব্ধির কারাগারে
নিঃশ্বাসে সমুদ্র শৃংঙ্খলার জোয়ার-
বৃষ্টিভেজা মৃদু বাতাসে কার সুবাসে
আবেশিত এক অলীক মাদকতা-

নেই, কেউ নেই এ বুকের ভিতরে
তবুও কেনো শূন্যতা নেই অন্তরে?

ভালোবেসেছি সে কোন্‌ অচেনারে!!

2 comments:

যাযাবর said...

ইশ! অচেনারে ভালবাসতে গেলেন কেনো?! এখন এভাবে দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে!

মৃন্ময় আহমেদ said...

sotti-e kazta bokar moto hoye gese... akhn ki kori!!!