Monday, July 14, 2008

অতঃপর এক উদ্ভাসিত সত্ত্বার আবির্ভাব

আমি অমাবস্যার চাঁদ হতে চেয়েছিলাম
গৃহত্যাগী জোছনা নিয়ে এলো লোকালয়ে
কার্নিশে ঊঁকি দিয়ে যায় লক্ষাধিক তারা
ঘরে আমার আলো-আঁধারির অবাক ভ্রমণ।

জমকালো পোশাকে কাফনের দায়বদ্ধতা
স্কচের স্বাদে মৃত চা-পাতার তীব্র সোঁদা গন্ধ
মাতাল সুরে বাধা দেয় নাম না জানা পাখি
নেচে ওঠে না মন, কেঁদে ওঠে চোখের জলঃ
শৈশবে ফিরে যাই, চিৎকার করে ডাকি- "মা"
কোনো শব্দ নেই, বেঁচে থাকায় বড্ড ক্লান্তি
ভীষণ মায়ায় শুয়ে পড়ি বিশাল আকাশতলে
পরম যত্নে কে যেনো কপালে পরশ বুলায়
কী নিবিড় প্রশান্তি! আর কোনো অভিমান নেই।

অবিকল জন্মের মতো, তফাৎ শুধুই জীবনের
সেদিন হয়তো আলো দেখে কেঁদে ওঠেছিলাম
আজ ভীষণ আঁধারে এক টুকরো নীরব হাসি-
অতঃপর..

2 comments:

toxoid_toxaemia said...

অনেকদিন পর নতুন কবিতা পড়লাম।
দারুন লিখেছেন মৃন্ময়।
লিঙ্কটা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

মৃন্ময় আহমেদ said...

thanks...