Friday, July 18, 2008

নব উদ্যোমে চেনা কষ্ট

কেটেছে প্রহর উদাসীন-
মন খারাপ করা বিকেলে
যখন তখন
এখানে ওখানে
ক্লান্তির অন্তরালে
বিষাদ মাখা রোদ্দুরে
অল্প অবকাশে ভীষণ রাগে...
হাহ্‌, কতো বেসুরো চিৎকারে!
তবুও ভালো থাকার তীব্রতা।
অথচ
এখন কী এক অভিমান
এই বৃষ্টিস্নাত মধ্যরাতে
আমায় তীর্থের পথ দেখালো;
ভুলে ছিলাম নীরব কোলাহলে
আজ আবারো চেনা উপলব্ধি
নব উদ্যোমে আমার ভেতর
জন্ম দিয়েছে এক অনন্ত কষ্ট।।

১৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:১২

4 comments:

মৃন্ময় আহমেদ said...

gracias..

toxoid_toxaemia said...

স্প্যামারের হানা পড়েছে দেখি আপনার ব্লগে।
ভাল লাগল পড়ে কবিতাটি। সকল কষ্টের অবসান ঘটুক, কথাগুলো খুব সুন্দর।

binirman said...

শুভেচ্ছা Mreenmoy .

আপনাকে আমরা আমাদের বন্ধু হিসেবে এড করেছি । আশা করি আমাদের বন্ধুতা আপনার ভালো লাগবে ।

http://binirman.blogspot.com/

দেখে জানাবেন ।

ত্রিভুজ said...

ব্লগস্পটে আপনাকে পেয়ে ভাল লাগলো মৃন্ময়। বিনির্মানে লিংক পেলাম। কবিতাটা ভাল লেগেছে...