Monday, December 8, 2008

অফুরন্ত অবসরে - ১

নাহ্‌ এরকম অবসর আর আসেনি-
একঘেয়েমি নেই, বিরক্তিও নেই
যেন বহুদূর পাড়ি দিয়ে ঘরে ফেরা।
পরিবর্তনের হাওয়া সকল আঙ্গিকে
কমলা রঙ পড়তেও মন্দ লাগে না!
শুটকী ঝটপট খেয়ে ফেলি ইদাণীং।
আর
বেশ লাগে হিমেল বাতাসের স্পর্শ-
ঘন আবরণের মেলায় যেটুকুন পাই!

4 comments:

অহেতুক অকারণ said...

আমি হারাই তবু হারাই না, আমি দুখি তবু কষ্ট পাইনা... বাহ! দারুন তো...

যাযাবর said...

blog'r ei kalo'r upor shada'r outlet ta change kora jayna? khub chokhe lage porar shomoy :(

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
বৃষ্টি বিলাসিনি said...

darun likhen apni :) khub bhalo laglo!