Tuesday, August 12, 2008

আমার অবগাহন

রূঢ়তার মুখোশ পড়া খামখেয়ালী,
নেতিবাচক চিন্তাচেতনায় মগ্নতা-
তবুও অস্তিবাচকতার বুলি ফোটে
মিথ্যে শ্লোকে বাড়ছে দায়বদ্ধতা!

সময় অসময়ের প্রবাহে এক খড়কটু
ঠিকঠাক বেঁচে আছি- ভেসে চলেছি;
ন্যায়-অন্যায়ের বালাই নেই এখানে
মনের পড়া, বইয়ের পড়া একঘেয়ে;
পরিশ্রান্ত শান্ত দৃষ্টি আকাশে হয় স্থির,
নিমিষেই
উত্তরাধিকারিত্বের সিঁড়ি ধ্বসে পড়ে।
মুক্ত আমি
শ্লীল-অশ্লীল সভ্য-অসভ্য বাস্তবতার
অমোঘ মহাকাব্যে করছি অবগাহন।।

2 comments:

যাযাবর said...

আমি একটা জিনিষ ঠিক করেছি। যেহেতু আমি কবিতা খুব কম বুঝি, কিন্তু আবার পড়ার লোভও সামলাতে পারিনা, তাই আপনার কবিতা পড়ে শুধু একটাই কমেন্ট করব- 'পড়লাম'। ;) বেশ হবেনা?

মৃন্ময় আহমেদ said...

হু.. খুব হবে।।