জীবন মানেই হোঁচট খাওয়া,
সময়ের স্রোতে ভেসে যাওয়া।
কখনো কখনো থমকে দাঁড়াই
দেখি সময়ও হঠাৎ হোঁচট খায়
এ পরিসরে কিছু ভুল আপেক্ষিকতায় উজ্জ্বল হয়ে ওঠে
আত্মগ্লানির দংশন শুরু হয় এ অবসরের আড়াল পেয়ে!!
অন্ধ সেজে থেকে লাভ কী বলো, যখন
আঁধারের বাস্তবতায় দৃষ্টি ঝলসে যায়!
তাই বুঝি,
সবকিছু ভুলে দূরে কোথাও হারাই তোমাদের পাশ থেকে।
Friday, August 22, 2008
Tuesday, August 12, 2008
আমার অবগাহন
রূঢ়তার মুখোশ পড়া খামখেয়ালী,
নেতিবাচক চিন্তাচেতনায় মগ্নতা-
তবুও অস্তিবাচকতার বুলি ফোটে
মিথ্যে শ্লোকে বাড়ছে দায়বদ্ধতা!
সময় অসময়ের প্রবাহে এক খড়কটু
ঠিকঠাক বেঁচে আছি- ভেসে চলেছি;
ন্যায়-অন্যায়ের বালাই নেই এখানে
মনের পড়া, বইয়ের পড়া একঘেয়ে;
পরিশ্রান্ত শান্ত দৃষ্টি আকাশে হয় স্থির,
নিমিষেই
উত্তরাধিকারিত্বের সিঁড়ি ধ্বসে পড়ে।
মুক্ত আমি
শ্লীল-অশ্লীল সভ্য-অসভ্য বাস্তবতার
অমোঘ মহাকাব্যে করছি অবগাহন।।
নেতিবাচক চিন্তাচেতনায় মগ্নতা-
তবুও অস্তিবাচকতার বুলি ফোটে
মিথ্যে শ্লোকে বাড়ছে দায়বদ্ধতা!
সময় অসময়ের প্রবাহে এক খড়কটু
ঠিকঠাক বেঁচে আছি- ভেসে চলেছি;
ন্যায়-অন্যায়ের বালাই নেই এখানে
মনের পড়া, বইয়ের পড়া একঘেয়ে;
পরিশ্রান্ত শান্ত দৃষ্টি আকাশে হয় স্থির,
নিমিষেই
উত্তরাধিকারিত্বের সিঁড়ি ধ্বসে পড়ে।
মুক্ত আমি
শ্লীল-অশ্লীল সভ্য-অসভ্য বাস্তবতার
অমোঘ মহাকাব্যে করছি অবগাহন।।
Thursday, August 7, 2008
পরবর্তী কবিতাদের পূর্বকথা
ক'দিন কাব্যের মাঝেই আছি
অদৃশ্য শব্দাবলীর কোলাহলে
কাব্যিক নিউরণ জেগে ওঠছে
তাদের সুপ্তাবস্থা ত্যাগ করে...
আমি বড্ড আহ্লাদিত চিত্তে
শব্দখেলায় মুদে আছি নির্জনে
অসহ্য ভীড়ের অগোচরে একা
চিরচেনা অগমপথের অভিসারে...
লক্ষাধিক নিউরণ এখনো ঘুমে
অজানা দীর্ঘপথ পথিককে খুঁজে
নির্বাক তাকিয়ে রই শূন্য চোখে
কঠিন অধ্যাবসায়েই সবাই জাগে।।।
অদৃশ্য শব্দাবলীর কোলাহলে
কাব্যিক নিউরণ জেগে ওঠছে
তাদের সুপ্তাবস্থা ত্যাগ করে...
আমি বড্ড আহ্লাদিত চিত্তে
শব্দখেলায় মুদে আছি নির্জনে
অসহ্য ভীড়ের অগোচরে একা
চিরচেনা অগমপথের অভিসারে...
লক্ষাধিক নিউরণ এখনো ঘুমে
অজানা দীর্ঘপথ পথিককে খুঁজে
নির্বাক তাকিয়ে রই শূন্য চোখে
কঠিন অধ্যাবসায়েই সবাই জাগে।।।
Subscribe to:
Posts (Atom)