Monday, December 8, 2008

অফুরন্ত অবসরে - ১

নাহ্‌ এরকম অবসর আর আসেনি-
একঘেয়েমি নেই, বিরক্তিও নেই
যেন বহুদূর পাড়ি দিয়ে ঘরে ফেরা।
পরিবর্তনের হাওয়া সকল আঙ্গিকে
কমলা রঙ পড়তেও মন্দ লাগে না!
শুটকী ঝটপট খেয়ে ফেলি ইদাণীং।
আর
বেশ লাগে হিমেল বাতাসের স্পর্শ-
ঘন আবরণের মেলায় যেটুকুন পাই!

Wednesday, December 3, 2008

(শিরোনামহীন)

ভুলে যাওয়ার রেশটুকু রেখে ভুলেই গেছি
মুহূর্ত আগের সহজাত বিহীন ব্যাকুলতা-
ব্যথা জাগায়, ক্ষণে ক্ষণে নষ্টালজিক সুঁচ
মনের কোণে জমে থাকা অর্থহীন আবেগ!

শৈশব ফিরে এসেছে সাতাশের গ্রীষ্মদাহে
হিমশীতল বাতাস আর সূর্যের বরফকিরণে...

Thursday, October 2, 2008

বোরড্‌ এন্ড বোরিং

চরম বিরক্তিকে ধর্ষণযোগ্য শব্দ তল্লাটে নেই
উল্টো, আস্ত-আমাকে ছোঁবল কাটে এক শব্দ
বিরক্তি, হ্যাঁ সে নিজেই এ শিরোনামে বর্তমান
হাহ্‌! জীবন...

পাগল-পারা মানুষদের চলচ্চিত্র দেয় শৃংঙ্খলা
ভিনভাষী ভিনদেশী আইরনী জ্বালা দিয়ে যায়
অথচ, আপনভাষার রিল্‌ হয় বিরক্তি সহযোগী
তাই? অদ্ভুত...

রুমের বোকা-বাক্স নাম সার্থকতা বজায় রাখে
আমি? হই নিছক বিপরীতার্থ শব্দে পর্যবসিত;
রক্‌স্‌ এন্ড বেইজের মূল্যবোধ আঁকড়ে ধরেছি
হেয় মানুষ!!!!

Monday, September 29, 2008

অন্য কাব্য

তবুও মৃত্যু
হয়তো বিস্তর ক্লান্তি
এক সন্ধ্যায় বিনীত স্বীকারোক্তি

রক্তকেতন উড়ে
আগুনের ঝাপসা কুয়াশায়
আঁধার তাকায় খ্যাপা চোখে
মাটির সোঁদা গন্ধে মেতে থাকায়

হয়তো অন্ধযুগ
অথবা নিস্তব্ধতা!
লৌহময়তা, নতুবা
জ্বলন্ত আগ্নেয়গিরি-
একই নোঙরে বাঁধা
ক্ষয়ে যাওয়া বুকের মধ্যভাগে...

পরিনাম
পরিণতি লেখা অন্য কাব্যে।।

Monday, September 15, 2008

জীবনে এ কেমন লুটপাট!

ইচ্ছেদের পূর্ণতার পরম আশ্বাসে
ভালোবেসে ফেলি কেন প্রাণভরে!

ভাবনায় শুধুই এক অবয়ব
হৃদয়ে কামনার তোলপাড়-
অনন্যোজ্জ্বল আলোয় আহত
চিত্তে অনবদ্য দুঃখালোড়ন-

জীবনে চলছে চরম লুটপাট!

এ কেমন প্রেমের মায়াজাল!

কে অনুযোগের দীর্ঘ সারি ভাঙে?
কার বাসনা করে আমাতে লালন?

মুহূর্তগুলো উপলব্ধির কারাগারে
নিঃশ্বাসে সমুদ্র শৃংঙ্খলার জোয়ার-
বৃষ্টিভেজা মৃদু বাতাসে কার সুবাসে
আবেশিত এক অলীক মাদকতা-

নেই, কেউ নেই এ বুকের ভিতরে
তবুও কেনো শূন্যতা নেই অন্তরে?

ভালোবেসেছি সে কোন্‌ অচেনারে!!

Thursday, September 4, 2008

আবির্ভাবের ২৬ বছরে...

অনুভূতি জুড়ে শৃংঙ্খলার ভীষণ আক্রোশ
ভুলে সকল মায়া
পিছুটানবিহীন নির্জন পথে অচেনা আমি
হৃদয়কূলে নেই প্রগাঢ় কোনো পদচ্ছাপ
মনোনদী জোয়ার ভাটায় মুছে গেছে সব

অসম্ভবের ছবি
হন্যে হয়ে খুঁজে মরি
যে আমাকে রেখে এসেছি
সব ভুলে উদাসীন আপন মুহূর্তে
পাই শুধু হারানো স্মৃতির অস্পষ্ট আদল...

পথের বোনা দুঃখ
বিবাগী কিছু ব্যথা হয়ে শেষ সীমানায়
কেন কাঁদায়, একলা ভাবনার আড়ালে
যখন সূর্য রক্তিম হয় প্রখরতা ভুলে
ধূসর হলুদ বর্ণের চাঁদ মুচকি হাসে
আপন অঙ্গনে ভেসে ওঠা নব্যরূপে
কচি সবুজ পাতার পেছনের শুদ্ধ আলো
আর
আগুনঝরা সূর্যের পেছনের শীতলতায়।।

সেপ্টেম্বর ৩, ২০০৮ @ ২৩:৫৫

Friday, August 22, 2008

আড়াল চাই না

জীবন মানেই হোঁচট খাওয়া,
সময়ের স্রোতে ভেসে যাওয়া।
কখনো কখনো থমকে দাঁড়াই
দেখি সময়ও হঠাৎ হোঁচট খায়
এ পরিসরে কিছু ভুল আপেক্ষিকতায় উজ্জ্বল হয়ে ওঠে
আত্মগ্লানির দংশন শুরু হয় এ অবসরের আড়াল পেয়ে!!

অন্ধ সেজে থেকে লাভ কী বলো, যখন
আঁধারের বাস্তবতায় দৃষ্টি ঝলসে যায়!
তাই বুঝি,
সবকিছু ভুলে দূরে কোথাও হারাই তোমাদের পাশ থেকে।

Tuesday, August 12, 2008

আমার অবগাহন

রূঢ়তার মুখোশ পড়া খামখেয়ালী,
নেতিবাচক চিন্তাচেতনায় মগ্নতা-
তবুও অস্তিবাচকতার বুলি ফোটে
মিথ্যে শ্লোকে বাড়ছে দায়বদ্ধতা!

সময় অসময়ের প্রবাহে এক খড়কটু
ঠিকঠাক বেঁচে আছি- ভেসে চলেছি;
ন্যায়-অন্যায়ের বালাই নেই এখানে
মনের পড়া, বইয়ের পড়া একঘেয়ে;
পরিশ্রান্ত শান্ত দৃষ্টি আকাশে হয় স্থির,
নিমিষেই
উত্তরাধিকারিত্বের সিঁড়ি ধ্বসে পড়ে।
মুক্ত আমি
শ্লীল-অশ্লীল সভ্য-অসভ্য বাস্তবতার
অমোঘ মহাকাব্যে করছি অবগাহন।।

Thursday, August 7, 2008

পরবর্তী কবিতাদের পূর্বকথা

ক'দিন কাব্যের মাঝেই আছি
অদৃশ্য শব্দাবলীর কোলাহলে
কাব্যিক নিউরণ জেগে ওঠছে
তাদের সুপ্তাবস্থা ত্যাগ করে...

আমি বড্ড আহ্‌লাদিত চিত্তে
শব্দখেলায় মুদে আছি নির্জনে
অসহ্য ভীড়ের অগোচরে একা
চিরচেনা অগমপথের অভিসারে...

লক্ষাধিক নিউরণ এখনো ঘুমে
অজানা দীর্ঘপথ পথিককে খুঁজে
নির্বাক তাকিয়ে রই শূন্য চোখে
কঠিন অধ্যাবসায়েই সবাই জাগে।।।

Friday, July 18, 2008

নব উদ্যোমে চেনা কষ্ট

কেটেছে প্রহর উদাসীন-
মন খারাপ করা বিকেলে
যখন তখন
এখানে ওখানে
ক্লান্তির অন্তরালে
বিষাদ মাখা রোদ্দুরে
অল্প অবকাশে ভীষণ রাগে...
হাহ্‌, কতো বেসুরো চিৎকারে!
তবুও ভালো থাকার তীব্রতা।
অথচ
এখন কী এক অভিমান
এই বৃষ্টিস্নাত মধ্যরাতে
আমায় তীর্থের পথ দেখালো;
ভুলে ছিলাম নীরব কোলাহলে
আজ আবারো চেনা উপলব্ধি
নব উদ্যোমে আমার ভেতর
জন্ম দিয়েছে এক অনন্ত কষ্ট।।

১৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:১২